Date : 25 Jun, 2020
অদ্য ১৭ মার্চ ২০১৮ ইং শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সিলেটের ওসমানীনগর উপজেলার কে জি ডি এস উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব জাহেদুল আম্বিয়া কার্জন এর প্রযোজনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দশম শ্রণির ছাত্র আহমেদ জাবের।ছাত্র ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী কলি বেগম।শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাদিরা আক্তার রুহি,আমির হামজা, ফৌজিয়া লীনা,ফৌজিয়া বেগম তারিন,মুর্শিদা বেগম,কাফিয়া আক্তার তুলনি।
প্রধান শিক্ষক বলেন, বঙ্গবন্ধুর উদাহরণ কেবল বঙ্গবন্ধু যার বিকল্প কেবল বাংলাদেশে নয় বিশ্বের আর কোথাও এখনো আবির্ভুত হননি।যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের মানচিত্রে রচনার লক্ষ্যে পাকিস্তান কর্তৃক শোষিত, বঞ্চিত, নিপেড়িত,নির্যাতিত,নিষ্পেষিত সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়া বাঙ্গালিকে পাহাড়ের চুড়ায় আরোহন করিয়েছেন সেই বঙ্গবন্ধুকে আজবধি পাকিস্থানী দুসররা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলার ইতিহাস রচনা করতে চায়।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জীবনাদর্শকে ধারন-লালন করে আজকের শিশু কিশোররা আগামীদিন একেক জন বঙ্গবন্ধু হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন যাতে করে ইতিহাস বিকৃতি কারীরা কখনো মাথাছাড়া দিয়ে উঠতে না পারে।
সভাশেষে ধর্মীয় শিক্ষক জনাব আজমল আলী মোনাজাত পরিচালনা করেন।